রাত ২:৩৩, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







২১তম স্প্যান বসল পদ্মা সেতুতে

‘পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ২১তম স্প্যান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাজিরা অংশের ৩২ এবং ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হলো স্প্যানটি। এর মাধ্যমে পদ্মা সেতু তিন কিলোমিটারের বেশি দৃশ্যমান হলো।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘দুপুরে ২১তম স্প্যানটি বসানো হয় নির্ধারিত পিলারে। এর আগে সকাল ৯ টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে থেকে ক্রেনের মাধ্যমে স্প্যানটি নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে পিলারে স্প্যান বসানো সম্পন্ন হয়।’

‘পদ্মা সেতু প্রকল্পে এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়,’ সকাল থেকে কুয়াশার কারণে স্প্যান বসায়ে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে স্প্যান বসানোর কাজ এগিয়ে নিতে থাকে কর্তৃপক্ষ।’

‘পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২ টি। প্রতিটি পিলারের রাখা হয়েছিল ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।’

‘দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।’