সকাল ৭:১২, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







গণ বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ডা. জাফরুল্লাহ চৌধুরী

বৈধ উপাচার্যের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অন্যতম ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিনিয়র সহকারী রেজিস্ট্রারসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

‘মঙ্গলবার (১৪ জানুয়ারি) ছাত্র সংসদের বার্ষিক সাধারণ বাজেট সংক্রান্ত সভায় আসেন তারা। শিক্ষার্থীদের বৈধ দাবি না মানায় এ সময় তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।’

‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুরুতে তাদের নানাবিধ দাবি জানায়। দাবির এক পর্যায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রয়োজনে গণ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাক বলে মন্তব্য করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।’

‘এ সময় শিক্ষার্থীরা জাফরুল্লাহ মানি না, মানব না। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চুপ থাকেন।’

‘এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ গণ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৪১৭ নাম্বার কক্ষে অবরুদ্ধ রয়েছেন।’