দুপুর ২:১৯, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ঢাবির ৬৩ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার

পানকৌড়ি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।’

তিনি জানান, ‘আরও নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আগামী সাত দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’

‘এর আগে গত বছর প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে ১৫ জনকে আজীবন বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। এবার ৬৩ জনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’