রাত ২:০৪, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বিএনপির কাজই প্রতিদিন সকালে মিথ্যা অভিযোগ করা: আতিকুল ইসলাম

পানকৌড়ি নিউজ: ‘মঙ্গলবার আগারগাঁও তালতলা শতদল কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণায় ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা যেমন প্রতিদিন সকালে নাস্তা করি, ব্যায়াম করি, তেমনিভাবে বিএনপি প্রতিদিন সকালে উঠে বলে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং হচ্ছে না। আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে অনুরোধ করব, তিনি যেন মিথ্যা কথা ও প্রচার থেকে বিরত থাকেন।’

তিনি বলেন, ‘গত সোমবার খিলগাঁও তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে দেখেছি তারা রিকশায় ধানের শীষের প্রতীকের প্রচারণা ও প্যারোডি গান চালাচ্ছেন। সেখানে কোনো হামলা চালানো হয়নি। বরং হাততালি দিয়ে স্বাগত জানিয়েছি। ফার্মগেট এলাকায় নির্বিঘ্নে ক্যাম্পেইন চালিয়েছে। কোনো একটি জায়গায় তাদের ওপর হামলা হয়েছে কি না।’

তিনি বলেন, ‘৩০ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হলে আমি ও আমার কাউন্সিলরদের প্রতি বছর আয়ের হিসাব দেব স্বচ্ছতা ও জবাবহিদিতার জন্য। দুর্নীতিমুক্ত সিটি গড়ার জন্যে তা নিশ্চিত করব। আয়-ব্যয়ের হিসাবই শুধু নয়, প্রতি বছর একটি করে মিটিং করবো, যেটা হবে জবাবদিহিতার। বিভিন্ন ওয়ার্ডে অনেক ধরনের সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে কাউন্সিলর ও স্থানীয়দের সঙ্গে নিয়ে সমাধান করা হবে।’