বিকাল ৪:০১, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







নৌকার জয় নিশ্চিত করতে চায় যুব মহিলা লীগ

লিয়ন মীর: আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ের লক্ষ্যে প্রচারণায়  ও গণসংযোগে মাঠে নেমেছে বাংলাদেশ যুব মহিলা লীগ। এই মুহূর্তে নৌকার জয় নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠনটি।

১৪ জানুয়ারি মঙ্গলবার  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কামরাঙ্গীচর এলাকার ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডে ভোটারদের মাঝে নৌকার প্রচার চালিয়ে শেখ ফজলে নূর তাপসকে বিজয় করার জন্য ভোট কামনা করেছেন যুব মহিলা লীগের অসংখ্য নেতাকর্মী। নৌকার প্রচার চালাতে তারা বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেছেন ভোটারদের কাছে।

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা মেনে আওয়ামী লীগ প্রচারে নেমেছেন। বিধিমালা অনুযায়ি যেহেতু সংসদ সদস্য এবং কোনো মন্ত্রী প্রচারে নামতে পারবেন না, সেহেতু আমাদের হেবি ওয়েট নেতারা মাঠে নামতে পারছেন না। এমনকি সমন্বয়কের ভূমিকা নিয়েও ইতোমধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে। তাই যুব মহিলা লীগ পুরোদমে মাঠে নেমেছে। আমরা শেষ দিন পর্যন্ত নৌকার প্রচারে মাঠে থাকবো। শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে তুলে ধরবো। নৌকার বিজয় অর্জন করেই আমরা ঘরে ফিরবো।