ভোর ৫:০৫, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







সিটি নির্বাচনে আ.লীগ সমর্থিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে:মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি বলেন, ‘আগামী ৩০ জানুয়ারির সিটি করপোরেশন নির্বাচনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা জানি। কে গাড়ির অনুমোদন নেওয়ার জন্য ফাইল নিয়ে মন্ত্রীর কাছে গেছেন, কারা নিজের স্কুলের পারমিশন নেওয়ার জন্য সরকারি জমি নিয়েছেন, এসব খবর আমাদের কাছে আছে।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।’

‘বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল’-এর উদ্যোগে বিগত আন্দোলনে গুম, হত্যা, পঙ্গু হওয়া নেতাকর্মীর পরিবারের সদস্যদের শিক্ষাবৃত্তি প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গুম হওয়া ১০ পরিবারের সদস্যদের হাতে শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।’

সিটি নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, ‘ইভিএম দিয়ে কখনোই মানুষের রায়ের প্রতিফলন হবে না। ইভিএম মেশিন পৃথিবীর সব দেশে রিজেকটেড হয়ে যাচ্ছে। ভোটারের ইচ্ছার প্রতিফলন না ঘটানোর মতো যথেষ্ট কৌশল এই মেশিনের মধ্যে রয়েছে। এটাকে ম্যানিপুলেটেড করা যায়।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগকে আমি দায়ী করি এজন্য যে, তারা আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। এমন একটা সমাজ তারা তৈরি করেছে, যে সমাজে সন্তানরা মানুষ হতে পারবে না। আজ তারা যেটা করছে, সেটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ।’

তিনি আরও বলেন, ‘তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলোকে ছারখার করে দিয়েছে। এজন্য তাদের দাম্ভিকতার শেষ নেই। তাদের কথা শুনবেন, তারা যে বক্তব্য রাখে, তারা যে কথা বলে, তার মধ্যে দাম্ভিকতা প্রকাশ পায়।’