দুপুর ২:৪৫, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







যুক্তরাষ্ট্রকে ১শ কোটি ডলার দিলো সৌদি আরব

আর্ন্তজাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মার্কিন সেনা বৃদ্ধি করতে খরচ যোগাতে হবে সৌদি আরবকেই। এ কথা সাফ বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আর ট্রাম্পের এ আহবানে সাড়া দিয়েছে সৌদি আরব। ফক্স নিউজকে বিষয়টি জানিয়েছেন ট্রাম্প নিজেই।’

‘বলেছেন সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বৃদ্ধির জন্যে তারা আমাদের অর্থ দিচ্ছে।’

ট্রাম্প জানান, সৌদি আরবকে আমি বলেছি, শোন তোমরা ধনী দেশ। ‘তোমরা আরো মার্কিন সেনা চাও? ঠিক আছে আমি সেনা পাঠাচ্ছি। কিন্তু সে জন্যে তোমাদেরকে অর্থ দিতে হবে। তারা আমাদের অর্থ দিচ্ছে। ব্যাংকে সৌদি আরব ইতিমধ্যে এক বিলিয়ন ডলার পাঠিয়েছে।’

‘গত অক্টোবরে পেন্টাগন জানায় সৌদি আরবে আরামকোর তেল শোধনাগারে ইয়েমেনের হুথিদের হামলার পর অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা দেশটিতে পাঠানোর সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয়েছে। এই মার্কিন সেনারা সৌদি আরবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও জঙ্গি বিমান নিয়ে যাচ্ছে।’

‘এর আগেও প্রেসিডেনট ট্রাম্প একাধিকবার বলেছেন মধ্যপ্রাচ্য বা উপসাগর যেখানে প্রয়োজন মার্কিন সেনা প্রয়োজন হবে তা তিনি পাঠাবেন কিন্তু এজন্যে অর্থ খরচ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে এবং গত তিন বছর ধরে কাতারের বিরুদ্ধে অবরোধ দিয়ে রেখেছে সৌদি আরব, আমিরাত, মিসর ও বাহরাইন।’