দুপুর ২:৩৬, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







পাকিস্তান সফর নিয়ে সমালোচনার কিছু নেই: পাপন

পানকৌড়ি নিউজ: পাকিস্তান সফর নিয়ে জলঘোলা কম হয়নি। ‘প্রথমে টি-টোয়েন্টি খেলার জন্য রাজি হওয়া। পরে একটি টেস্ট পাকিস্তানে আর একটি ম্যাচ ঢাকায় আয়োজন এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে বিগত দিনগুলোতে। অবশেষে দুবাই গিয়ে এই সমস্যার সমাধান করেছেন’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) দুই দেশের সভাপতি। তিন ভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। প্রথম রাজি নয়, পরে গিয়ে তিন ভাগে সিরিজ এই নিয়ে সমালোচনার কাঠগড়ায় উঠছে বিসিবি। কিন্তু দেশে ফিরে বিসিবির বস নাজমুল হাসান পাপন জানালেন, সমালোচনার কিছুই দেখছেন না তিনি।’

পাপন বলেছেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভালো জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সফর নিয়ে রাজি হওয়া কোনো কুটনৈতিক পরাজয় নয়, আমাদের সুবিদা মতো সূচী করেছে পিসিবি।’

‘এই সভায় পাকিস্তান সফর ছাড়াও আলোচনা হয় আসন্ন এশিয়া কাপ নিয়ে। সেটি আগামী সভায় আলোচনা করা হবে বলে জানান পাপন।’