রাত ১২:৩৬, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







‘দ্য রক’ এর বাবা রেসলার রকি জনসন আর নেই

নিউজ ডেস্ক: ‘সৌলম্যান’ নামেই বেশি পরিচিত ছিলেন রেসলার রকি জনসন। আর তার ছেলে অভিনেতা ও রেসলার ডোয়াইন জনসন পরিচিত ‘দ্য রক’ নামে। ৭৫ বছর বয়সী রকি জনসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুধবার (১৫ জানুয়ারি) রাতে।

’সাবেক রেসলার ও রকের বাবা রকি জনসনের মৃত্যুর খবর জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই)। বুধবার রাতে মারা যান রকি জনসন। রকি এবং টনি এটলাস ১৯৮৩ সালে প্রথম ব্ল্যাক ওয়ার্ল্ড ট্যাগ টিমে চ্যাম্পিয়ন হয়েছিলেন। যেখানে তারা দ্যা ওয়াইল্ড স্যামনস টিমকে হারিয়েছিলেন।’

’ডাব্লিউডাব্লিউই এর নির্বাহী এবং রেসলাস পল লেভেস্কি (ট্রিপল এইচ) এক টুইট বার্তায় বলেছেন, ডাব্লিউডাব্লিউই এর ভক্তরা একজন তারকাকে হারালেন। রকি জনসন ছিলেন একজন সাহসী রেসলার। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তাকে সবসময় স্মরণ করা হবে।’