রাত ২:২৫, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







সিটি নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: ঢাকা সিটি নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে এবার আমরণ অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা।

অনশনকারী শিক্ষার্থী জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার অনশন চালিয়ে যাবো।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী আমাদের সঙ্গে অনশনে বসতে পারেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘পূজা করবো, নাকি ভোট দেব, সংবিধানের ৪১ নং অনুচ্ছেদের কি মূল্য নাই, হিন্দু-মুসলিম ভাই ভাই, নির্বাচনটা কি পূজার দিনেই তাই, ধর্ম আমার অধিকার, ভোট আমার অধিকার কোন দিকে যাই ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। সুত্র: বার্তা২৪.কম