সকাল ৬:৫৪, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নিউজ ডেস্ক: শুক্রবার (১৭ জানুয়ারি) ‘বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে চলেছে ঈমান ও আখলাকের ওপর বয়ান। শুক্রবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা চেরাগ আলী।’

বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। ‘আল্লাহু আকবর ধ্বনিতে মুখর কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। আশা করা হচ্ছে, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ জুমার নামাজে সমবেত হবেন। অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জামাত।’

১৯ জানুয়ারি (রবিবার) ‘আখেরি মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমা’

ইজতেমার দ্বিতীয় পর্বের আমির প্রকৌশলী ওয়াসেফুল ইসলাম জানান, ‘পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না।’

‘তার পক্ষে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় এসে পৌঁছেছেন। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এ ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে মুসল্লিরা দ্বিতীয় পর্বের এ ইজতেমায় অংশগ্রহণ করতে আসছেন। তারা জেলা ভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।’

তিনি আরও জানান, ‘দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে বিদেশি মেহমানসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ইজতেমাস্থলে হাজির হয়েছেন। এ পর্বে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল অব্যাহত থাকবে রবিবার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। এ পর্বেও মুসল্লিদের জন্য থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’