ভোর ৫:৪০, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







ভোটে সরাসরি থাকছে না সেনাবাহিনী : বৈঠক ২২ জানুয়ারি

পানকৌড়ি নিউজ: ‘ঢাকা দুই সিটির ভোটের জন্য আইনশৃঙ্খলা বৈঠক ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে অন্য কমিশনাররা উপস্থিত থাকবেন।’

এ ছাড়া পুলিশ, ‘বিজিবি, আনসার, র‌্যাবের প্রতিনিধিরা বৈঠকে থাকবেন। বৈঠকের জন্য প্রস্তুত প্রস্তাবনায় বলা হয়েছে, সিটি ভোটে সরাসরি কোনো সেনা থাকবে না। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) মেইন্টেন করতে প্রতি কেন্দ্রে দুজন সেনা সদস্য রাখা হবে।’

প্রস্তাবে আরও বলা হয়, ‘ঢাকা দুই সিটির নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ দুজন পুলিশ।’

এর মধ্যে একজন এসআই/’এএসআই ও একজন কনস্টেবল থাকবে। এ ছাড়া ১০ জন আনসার সদস্য নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে, অস্ত্রসহ তিনজন পুলিশ দায়িত্বে থাকবে। এর মধ্যে একজন এসআই/এএসআই ও দুজন কনস্টেবল থাকবে। এ ছাড়া ১২ জন আনসার সদস্য নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবেন।’