দুপুর ২:৪২, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







ছোট প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক: বয়স কী? কিছু মানুষের কাছে বয়স কেবলই একটা মানসিক ধারণা। ‘শরীর ক্যালেন্ডারের সঙ্গে তাল মিলিয়ে বুড়িয়ে যেতে পারে, কিন্তু মন? আপনার শরীরের বয়স যা-ই হোক, আপনার মন হতে পারে ষোড়শী তরুণী বা ষাটোর্ধ্ব প্রৌঢ়।’

‘আর প্রেম তো অন্ধ। বয়স তার চোখেই পড়ে না। সাধারণ মানুষ তো বটেই বলিউড, হলিউড, টলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রিতে এর অনেক উদাহরণও রয়েছে।’

’এরই ধারাবাহিকতায় এবার ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে বিয়ে করলেন তার থেকে ২৬ বছরের ছোট প্রেমিকাকে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ‘কলকাতার এক রেস্তোরাঁয় অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপঙ্কর দে।’

’যেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন এবং লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আরও দেখা গেছে দোলনের ভাই দুর্গাশীষকে।’

‘বিয়েতে সাদা পাঞ্জাবী পরেছিলেন দীপঙ্কর। ৪৯ বছর বয়সী দোলনের পরনে ছিল লাল বেনারসী। খোপায় লাল ফুল, সোনার গয়না সজ্জিত। সিঁথিতে চওড়া সিঁদুর।’