সকাল ৬:৪০, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার,গবেষক ভিনিউজের প্রধান সম্পাদক এ এস এম সামছুল আরেফিনের জন্মদিন উৎযাপিত

আজ উৎসবমুখর পরিবেশে মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ ও নির্বাচন নিয়ে গবেষক , বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজন্যাল ষ্টাডিসের চেয়ারম্যান , অন লাইন দৈনিক ভিনিউজের প্রধান সম্পাদক এ এস এম সামছুল আরেফিনের ৬৭তম জন্মদিন উৎযাপিত হয়েছে । বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজন্যাল ষ্টাডিসের উদ্যাগে আয়োজিত জন্মদিন উৎসবে কার্যালয়ে আজ দুপুরে তার সাথে কেক কেটে জন্মদিনের উৎসবের সুচনা করেন সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অবঃ) শ্ওকত আলী ।’

এসময় মুক্তিযোদ্ধা সামছুল আরেফিনের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল ,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদকপঙ্কজ দেবনাথ এমপি , মনোরঞ্জন শীল গোপাল এমপি, সামছুল আলম দুদু এমপি, মো: আখতারুজ্জামান বাবু এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, সাবেক এমপি ও রাজশাহী আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, নবী ন্ওেয়াজ , যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ফাউন্ডেশনের সেক্রেটারী অধ্যাপক ড. মাহবুব উল ইসলাম, রাজশাহীর মুন্ডুমালা পৌর সভার চেয়ারম্যান গোলাম রব্বানী, কৃষক লীগ নেতা বিশ্বনাথ সরকার বিটু , স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম লিটন. ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ.

যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহের নাজ আক্তার নাহিদ, নারী বিষয়ক সম্পাদক অর্পিতা থান সুমি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবীর , সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন , ফাহাদ হোসেন প্রমিত, লে: কমান্ডার (অবঃ) এ এম অবদুল্লাহ.

বাংলাদেশ অন লাইন মিডিয়া এসোসিয়েমনের সভাপতি ও ফাউন্ডেশনের ট্রেজারার জয়ন্ত আচার্য, জিহাদুল ইসলাম, তুষার উপাধ্যায় সাংবাদিক তাজ উদ্দীন উল্লাস, সাবেক ছাত্রনেতা সোহেল আহমেদ প্রমুথ ।

উল্লেথ্য এ এস এম সামছুল আরেফিন ১৯৫১ সালে থুলনা জেলার পাইকগাছায় জন্ম গ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি পাকিস্থান সেনা বাহিনীতে যোগ দান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে খুলনার সাবসেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। তার উল্লেখ যোগ্য গ্রন্থ হল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যাক্তির অবস্থান (১৯৯৫) . জিয়া মঞ্জুর হত্যাকান্ড (১৯৯৮ ‘