দুপুর ২:২২, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







নির্বাচনে বিজয় সুনিশ্চিত দেখছি বললেন, তাপস

নিউজ ডেস্ক: শুক্রববার (১৭ জানুয়ারি) ‘ফুলবাড়িয়া এলাকা থেকে তাপস নির্বাচনী প্রচারে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেন, আমি হয়তো-বা একমাত্র মেয়র প্রার্থী, যিনি ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে চিন্তা করে সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি।’

৫টি ভাগে উন্নয়নের রূপরেখা ভাগ করেছি। ‘প্রথমেই হলো আমাদের ঐতিহ্যের ঢাকা। এই ঢাকাকে আমরা ভালোবাসি। আমাদের ঐতিহ্যের ঢাকা, গর্বের ঢাকা। সেই গর্ব, ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। ঐতিহাসিক ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে আমরা পুনরুজ্জীবিত করে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব।’

তাপস বলেন, ‘আমি যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, তা ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের নির্বাচিত করে জনগণ তাঁদের সেবক হিসেবে দায়িত্ব দেবে, এটা আমরা আশা করছি।’

‘আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করবেন তাপস। এরপর চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এই মেয়র প্রার্থী।’