রাত ১২:২৬, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ছুটির দিনে জনস্রোত বাণিজ্য মেলায়

নিউজ ডেস্ক: ‘সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা সমাগম, বাড়ছে বিক্রিও। সপ্তাহের ছুটির দিন শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলায় ছিল দর্শনার্থী ও ক্রেতাদের উপচেপড়া ভিড়। গতবারের তুলনায় এবার মেলায় বেশ সুশৃঙ্খল ভাবে দর্শনার্থী ও ক্রেতাদের মেলা প্রাঙ্গণে ভিড়তে দেখা গেছে।’

মেলা ঘুরে দেখা যায়, ‘প্রায় সব স্টল ও প্যাভিলিয়নে ছিল ক্রেতা সমাগম। ক্রেতা সমাগম বেশি থাকায় খুশি বিক্রেতারাও। রকমারি পণ্যের পসরা সাজিয়ে নানা অফার রাখছেন ক্রেতাদের জন্য। দূর থেকে আসা দর্শনার্থীদেরও যেন খালি হাতে ফিরে না যেতে হয় এজন্য সর্বনিম্ন মূল্যে বাহারি পণ্য মিলছে স্টলগুলোতে। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সীদরে জন্যই রয়েছে নানান ধরনের পণ্য।’

বিক্রেতারা জানান, ‘প্রতিবারের মতো এবারও মেলায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গৃহস্থালি পণ্যের। ওয়ালটন, আরএফএল, বেঙ্গল, পারটেক্স, আকতার ফার্নিচার, নাভানাসহ বিভিন্ন গৃহ সামগ্রীর স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি।’

‘মেলার গৃহস্থলি পণ্য বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন আজহার। তিনি বার্তা২৪.কমকে বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় লোক সমাগম বেশি। অন্য দিনের তুলনায় আজ পণ্যও বেশি বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর হয়তো আরও ভিড় হবে।’