রাত ২:২৩, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ছাত্রলীগ কর্মীদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে বললেন শেখ হাসিনা

‘ছাত্রলীগের হাতে আমি কাগজ কলম তুলে দিয়েছিলাম। ‘প্রত্যেকটা ছাত্রকে মনে রাখতে হবে, বাবা-মা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে। কাজেই সেই সন্তান বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বাবা-মার আকাঙ্ক্ষা পূরণ করবে। বাবা-মার মর্যাদা যেন ঠিক থাকে, সেটা দেখবে।’

এভাবেই বাবা-মাকে সম্মান জানানোর মধ্য দিয়ে ছাত্রলীগ কর্মীদের দেশকে ভালোবাসা ও দেশের জন্য কাজ করার দিক-নির্দেশনা দিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’

শুক্রবার (১৭ ডিসেম্বর) ‘বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের ‘লিডারশিপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানের মুঠোফোনে কল করে কয়েক মিনিট কথা বলেন শেখ হাসিনা।’

শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগ কিন্তু সবসময় আমার মার সাথে যোগাযোগ রাখত এবং আমার মা কিন্তু ছাত্রলীগকে দেখাশোনা করত। যখন বাবা জেলে থাকতেন, ছাত্রলীগের নেতাদের কখন কি করতে হবে, কি করণীয়, কি নির্দেশ দিতে হবে, সেটা কিন্তু আমার মা করতেন।’

তিনি আরও বলেন, ‘কাজেই আমাদের ছাত্রলীগের অনেক নেতা কিন্তু ছাত্রলীগ সংগঠন থেকেই তৈরি হয়। আজকে বাংলাদেশের অনেক নেতা, সেটা খুঁজে দেখলে দেখি ছাত্রলীগ থেকেই বেশিরভাগ নেতা হয়েছে।’

বাংলাদেশের অভ্যুদয়ে ছাত্রলীগের বিভিন্ন লড়াই সংগ্রাম অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘কাজেই ছাত্রলীগের দায়িত্বটা কিন্তু অনেক বড়। আমরা মুজিববর্ষের ক্ষণগননা শুরু করেছি। মুজিববর্ষ উদযাপনে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছি, শুধুমাত্র সরকারিভাবে না, আমরা উদযাপনটা উন্মুক্ত করে দিয়েছি।’