সকাল ৬:০২, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







রাতে বিয়ে, বিকেলেই আইসিইউতে দীপঙ্কর দে

নিউজ ডেস্ক: বয়সের বিশাল ফারাক। তারপরও ভালোবেসে বহু বছর একসঙ্গে ছিলেন তারা। ‘অবশেষে গত বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায় (৫০)-এর সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অভিনেতা দীপঙ্কর দে (৭৫)। তবে বিয়ের পরেরদিন তথা শুক্রবারই হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। দৈনিক আমাদের সময়’

জানা গেছে, ‘শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই শুক্রবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীপঙ্কর দে-কে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন তিনি।’

‘ভারতের গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। এতদিন যেকোনো কারণেই হোক সাতপাকে বাঁধা পড়েননি তারা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন কলকাতা চলচ্চিত্রের এই দুই তারকা।’