সকাল ৬:৪৯, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ‘আমার ঢাকা অ্যাপস’ চালু করব: আতিক

পানকৌড়ি নিউজ: ‘আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হতে পারলে তিন মাসের মধ্যে ‘আমার ঢাকা অ্যাপস’ চালু করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক।’

শনিবার (১৮ জানুয়ারি) ‘মিরপুর কচুক্ষেত বাজারের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত পথ সভায় তিনি একথা বলেন।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমি আগেও বলেছি স্মার্ট ঢাকা গড়ব। এরইমধ্যে আমার ঢাকা অ্যাপস’র সকল কার্যক্রম করে ফেলেছি, নির্বাচিত হলে তিন মাসের মধ্যে এই অ্যাপস চালু করব। নগরবাসী যেখানে যে সমস্যা দেখবে অ্যাপসের মাধ্যমে জানালে আমরা সমাধান করব।’

‘তিনি মিরপুর কচুক্ষেত এলাকায় ৯০ দিনের মধ্যে যাত্রছাউনি গড়ার ঘোষণা দেন। এছাড়া যে সকল ইউলুপ (ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু) অচল রয়েছে সেগুলো সচল করবেন বলে প্রতিশ্রুতি দেন।’

‘যানজটমুক্ত ঢাকা গড়তে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, আমি বলেছি প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নের ইউলুপগুলো সচল করে এবং বাসরুট রেশনালাইজ করে একটি যানজটমুক্ত স্মার্ট ঢাকা উপহার দেব।’ সুত্র: বার্তা২৪.কম