রাত ৪:১৭, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ইউক্রেনের বিমান বিধ্বস্ত নিহতদের পরিবারপ্রতি ২৫ হাজার ডলার দেবে কানাডা

পানকৌড়ি নিউজ: তেহরানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কানাডার নাগরিকদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুগান্তর

‘ওই বিমান বিধ্বস্তের ঘটনায় কাসেম সোলাইমানির ত্যাগ করে খর্ব করা উচিত নয় বলে আয়াতুল্লাহ আলি খামেনির বক্তব্যের পরই কানাডার প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ঘোষণা এলো।’

আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে প্রকাশ, ‘শুক্রবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে আনতে আহ্বান জানাই। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কানাডার নাগরিকদের প্রত্যেকের পরিবারকে পূর্ণ সহায়তা করবে কানাডা সরকার। নিহতদের মরদেহ দেশে আনা, তাদের শেষকৃত্য সম্পন্ন এবং অন্যান্য কাজে ব্যয়ে ২৫ হাজার ডলার দেয়া হবে প্রতিটি পরিবারকে।’

সংবাদ সম্মেলনে ট্রুডো আরও বলেন, ‘এখনও নিহতদের পরিবারকে ইরানের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা আসেনি। আশা করছি, ইরান এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করবে।’

উল্লেখ্য, ‘গত ৮ জানুয়ারি ভুলবশত ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করে তেহরান। কিয়েভগামী ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনস বোয়িংয়ের ৭৩৭-৮০০-তে ১৭৬ যাত্রী ছিলো। যেখানে ইরানের ৮২ জন, কানাডার ৫৭, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, আফগানিস্তানের চারজন এবং যুক্তরাজ্যের তিনজন নিহত হন।’

‘এমন ঘটনায় তেহরানে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভ থামাতে গত বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানে মতানৈক্যের বিরল দৃষ্টান্তের মধ্যেই কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে, তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি।’