রাত ১২:২৫, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







৩০ তারিখ কেন্দ্রে আসুন, অধিকার ফিরিয়ে আনবো: ইশরাক

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘এই সরকার জনগণের সব অধিকার ছিনিয়ে নিয়েছে। ভোটবিহীন এ সরকারের জনগণের কাছে কোনও জবাবদিহিতা না থাকায় দেশ যেমন নষ্ট হয়েছে, তেমনি ঢাকা শহরকেও নষ্ট করে দুনিয়ার সব থেকে দূষিত শহরে পরিণত করেছে। আপনারা শুধু ৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে আসুন। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো।’

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি থানাধীন বাংলাবাজার চৌরাস্তা মোড় এলাকায় নবম দিনের মতো জনসংযোগ করার সময় তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, ‘আমি গতকাল কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী এলাকার বেহাল অবস্থা দেখেছি। এই চিত্র শুধু যাত্রাবাড়ী, কদমতলী অথবা শ্যামপুরেরই নয়। এটা পুরো ঢাকারই চিত্র। এর কারণ, বর্তমান ক্ষমতাসীনরা অনির্বাচিত। ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকে। অনির্বাচিত সরকার ও মেয়রের জবাবদিহিতা না থাকায় ঢাকার এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।’

ইশরাক হোসেন বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপির পক্ষে জনগণের জোয়ার উঠেছে। এই জোয়ারে সকারের সব চক্রান্ত ভেসে যাবে। নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো।’ সুত্র: বাংলা ট্রিবিউন