রাত ১১:৪৩, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কারিনার ১৩ লাখ রুপির ব্যাগ

বিনোদন ডেস্ক: ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে এবার বোন কারিশমা কাপুর ও ছেলে তৈমুর আলি খানকে নিয়ে সুইজারল্যান্ডে গিয়েছিলেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান দম্পতি। সেখানে ১০ দিন অবকাশ যাপনের পর কিছুদিন আগেই নিজ দেশ মুম্বাইয়ে ফিরেছেন তারা।

মুম্বাই ফেরার পর সাইফিনা দম্পতিকে বিমানবন্দরে ক্যামেরাবন্দি করেছে আলোকচিত্রীরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই কারিনার হাতে থাকা ব্যাগটি সবার নজর কাড়ে।

নজর কাড়বেই না বা কেন? কারণ হারমেস বিরকিন ব্র্যান্ডের এই ব্যাগটির মূল্য ১৩ লাখ ৩১ হাজার ৭৯৪ রুপি।

তবে কারিনার এই ব্যাগের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলাচনা শুরু হলে তিনি এক সাক্ষাৎকারে বলেন- ‘আমাকে ডিভা বলবেন না আপনারা। আমার মতে আমি হয়তো সবার থেকে সাধারণ। সবসময় সাধারণ পোশাকে থাকার চেষ্টা করি। আর আমার মনে হয়, আমি এমন একজন মানুষ যিনি সাধারণ পোশাকে ভ্রমণ করে।