রাত ৪:৫৮, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হবে ঢাকা: তাপস

নিউজ ডেস্ক: শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে টনি টাওয়ারের সামনে এক নির্বাচনী পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা উন্নয়নের যে রূপরেখা দিয়েছি, তা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন।

নির্বাচনী প্রচারণার কাজে আমরা যেখানেই যাচ্ছি অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের প্রাণের ঢাকাকে আমরা সবাই ভালবাসি। আগামী ৩০ জানুয়ারি উন্নত ঢাকা গড়তে আমাকেসহ রাজধানীবাসী আওয়ামী লীগ মনোনীত কমিশনারদের তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন।

তিনি বলেন, আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী সব নাগরিক সুবিধা পাবেন। সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি পরিকল্পনার আওতায় আমরা সততা, নিষ্ঠা একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে রাজধানীবাসীর সেবা করে যাবো। ২০৪১ সাল নাগাদ ঢাকাকে আমরা উন্নত ঢাকায় পরিণত করবো। উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হবে ঢাকা।

এ পথসভায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারন সম্পাদক অপু উকিল,অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।