রাত ১০:৩৭, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মানুষ ভাত নয়, ভোটের অধিকার চায়: মঈন খান

নিউজ ডেস্ক: বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ভাত নয়, ভোটের অধিকার চায় বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘ভোটাধিকার হরণের ষড়যন্ত্রমূলক ইভিএম বাতিল ও খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

এসময় মঈন খান বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের গণতন্ত্রকামী মানুষকে যদি ভোট ও ভাত এই দুটি অপশন থেকে একটি বেছে নিতে বলা হয়; মানুষ বলবে আমরা ভোটের অধিকার চাই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ভাত নয়, ভোটের অধিকার চায়।’

আওয়ামী লীগের সঙ্গে বিএনপি’র তুলনা হয় না মন্তব্য ক‌রে বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল আর আওয়ামী লীগ একটি একনায়কতন্ত্র দল। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, স্বাধীনতা নেই। যে দেশে নির্বাচনের সুষ্ঠু হয় না, সে দেশে স্বাধীনতা থাকতে পারে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা ভোটের অধিকার চুরি করেছে, তাদের মানুষ চায় না। তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। দেশের মানুষের কল্যাণে নয়, তাদের নিজেদের ও দলের কল্যাণে।’

মঈন খান আরও বলেন, ‘মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না, তাহলে কি কারণে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো? আজকে আমাদের একটাই চাওয়া বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হল সুষ্ঠু ভোট। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে হবে, অন্যথায় বাংলার স্বাধীনতাকামী মানুষ কখ‌নো আওয়ামী লীগকে ক্ষমা করবে না।