রাত ১:০৮, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নৌকার বিজয় নিশ্চিত করতে এবার যাত্রাবাড়ির ভোটারদের কাছে যুব মহিলা লীগ

লিয়ন মীর: আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে  ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। নগরপিতা নির্বাচনে নৌকার টিকিট নিয়ে দক্ষীণে মূলত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে ভোটের মাঠে লড়তে যাচ্ছে আওয়ামী  লীগের  প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর এই ভোটের লড়াইয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে দলটির সাথে প্রচারণায় নেমেছে  বাংলাদেশ যুব মহিলা লীগ।  ধারাবাহিক প্রচারে নৌকার বিজয় নিশ্চিত করতে এবার যাত্রাবাড়ির ভোটারদের কাছে ভোট চেয়েছে সংগঠনটি।

১৮ জানুয়ারি শনিবার  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ড যাত্রাবাড়ি মোড় টনি টাওয়ার থেকে গণসংযোগ শুরু করে যুব মহিলা লীগ। ৫১নং ওয়ার্ডের সবগুলো সড়কে ভোটারদের মাঝে  লিফলেট  বিতরন  এবং মুক্তিযুদ্ধের ও আওয়ামী লীগের উন্নয়ন মূলক নানান শ্লোগানের মাধ্যমে নৌকার প্রচার চালিয়েছে সংগঠনটি। এছাড়া দলীয় প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করার জন্য সমাজের সব শ্রেনী-পেশার মানুষের কাছে ভোট কামনা করেছেন যুব মহিলা লীগের অসংখ্য নেতাকর্মী।

নৌকার প্রচার চালাতে তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের চুম্বক অংশ তুলে ধরা হচ্ছে ভোটারদের কাছে। এবিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, চারিদিকে নৌকার জোয়র উঠেছে। ভোটারদের কাছ থেকে যেধরনের সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে নৌকার বিজয় সুনিশ্চিত। ৩০ তারিখ ভোটযুদ্ধে নৌকার প্রার্থী জয়লাভ করবে। জনগণকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।