সকাল ৭:৫৪, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা, নিহত ৬০

আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শনিবারের এই হামলায় ৬০ জন সামরিক কর্মকর্তা নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেনযুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়।

সৌদি আরবের আল আকবরিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা।