দুপুর ১:০৩, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







মঙ্গলবার ঝরতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

পানকৌড়ি নিউজ: গত তিনদিন ধরে সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আগামী মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। রবিবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত তিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। তবে সোমবার অথবা মঙ্গলবার থেকে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে রাতের তাপমাত্রা কমতে পারে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা এর আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় আজকের তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন :পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।