রাত ৪:২৮, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







পেছালো পরীক্ষা, শিক্ষার্থীদের আশ্বস্ত করে যা বললেন শিক্ষামন্ত্রী

পানকৌড়ি নিউজ: ঢাকা সিটি নির্বাচনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা দুদিন পিছিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এই পাবলিক পরীক্ষা শুরু হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

তিনি বলেন, ‘সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় নির্বাচন কমিশনের অনুরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ফেব্রুয়ারির ১ তারিখের পরিবর্তে ৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। রোববার শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমে পরীক্ষার পরিবর্তিত রুটিন প্রকাশ করা হবে।’

শিক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের যাতে কোনো ধরণের সমস্যা না হয় সেটা মাথায় রেখেই পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা পেছানোর কারণে শিক্ষার্থীদের ওপর বাড়তি কোনো ধরনের চাপ পড়বে না। তারা আগের মতোই প্রস্তুতি নিতে পারবে। আগের রুটিনে কঠিন পরীক্ষাগুলোর আগে যেমন গ্যাপ ছিল, নতুন রুটিনেও সে ধরনের গ্যাপ রাখা হবে।’

শিক্ষার্থীরা প্রস্তুতির যথেষ্ট সময় পাবে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘আমরা আমাদের সময় রুটিন করে ঠিক করে নিতাম কোন পরীক্ষার আগে কতোদিন সময় আছে আর ওই সময়ে কিভাবে প্রস্তুতি নেয়া যায়, আমার বিশ্বাস বর্তমান শিক্ষার্থীরাও এটা করে- তাই তারা যাতে তাদের আগের রুটিন অনুযায়ীই প্রস্তুতির যথেষ্ট সময় পান সেদিকে আমরা নজর রেখেছি। নতুন রুটিনে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হবে না।’