রাত ১১:২৩, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নাঈম আবরারের মৃত্যুর সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার কোনও সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

পানকৌড়ি নিউজ: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এটি একটি ফৌজদারি অপরাধ। তাই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করছেন। আদালত তার স্বাধীন বিষয়ে বিচারকাজ পরিচালনার জন্য এই ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গণমাধ্যমে বলার জন্য তো আর এই মামলা হয়নি।’

দিল্লি সফর শেষে দেশে ফিরে রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবরার হত্যার ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে ৪৭ বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ৪৭ বিশিষ্ট নাগরিক যে বিবৃতি দিয়েছেন, সেটি বড় কোনও বিষয় নয়। এর বাইরেও হাজার হাজার বিশিষ্টজন রয়েছেন। তারা তাদের বিবৃতি দিতেই পারেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনও অবহেলাজনিত কারণে শিক্ষার্থী আবরারের মৃত্যুর পর সেটি যদি লুকানোর অপচেষ্টা করা হয়, একইসঙ্গে পোস্টমর্টেম ছাড়া যদি দাফন করা হয়, এগুলো নিশ্চয়ই অপরাধ। প্রথমত অবেহালাজনিত মৃত্যু, সেটির ইনভেস্টিগেশন চলছে। এরপর সেটিকে লুকোনোর চেষ্টা করা হয়েছে। এই অনুষ্ঠানের যারা আয়োজক ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ সত্য-মিথ্যা সেটি ভিন্ন বিষয়। তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, আর যারা দায়ী তাদের যাতে সঠিক বিচার হয় এজন্য আমি আশা করি, এই ৪৭ বিশিষ্ট নাগরিক আরেকটি বিবৃতি দেবেন।’