রাত ১০:৫৮, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







শুনানির আগে প্রথম আলোর সম্পাদককে মতিউর রহমানকে গ্রেফতার নয়

পানকৌড়ি নিউজ:রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৬ জনকে জামিন আবেদনের শুনানির আগে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

বাকি পাঁচ জন হলেন- আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল, শুভাশিষ প্রামানিক শুভ ও কবির বকুল।

রোববার (১৯ জানুয়ারি) ওই ছয় জনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

এর আগে ১৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম।