সকাল ৬:৫৮, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







সিটি নির্বাচনে বিএনপির পাশে নেই ২০ দলীয় জোটের শরিকরা

পানকৌড়ি নিউজ: ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের ২০ দলীয় জোটের শরিকরা আনুষ্ঠানিক সমর্থন দিলেও নির্বাচনি প্রচারণায় দলটির পাশে নেই তারা। শরিক দলের নেতারা বলছেন, ২৭ ডিসেম্বর সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপির প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—আরেকটি বৈঠক করে জোট নেতাদের প্রচারণার শিডিউল ঠিক করা হবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সেই বৈঠক করতে পারেনি। এ কারণেই শরিক দলের নেতারাও বিএনপির মেয়র প্রার্থীদের প্রচারণায় অংশ নিচ্ছেন না।

শরিক দলের নেতাদের অভিযোগ, বিএনপি মেয়র প্রার্থী ঠিক করার আগে শরিকদের সঙ্গে কোনও আলোচনা করেনি। বিএনপি আগে প্রার্থী চূড়ান্ত করেছে। এরপর জোটের বৈঠক ডেকে সমর্থন নিয়েছে বলেও তারা অভিযোগ করেন। এই নেতারা আরও বলেন, এখন বিএনপি না বললে তারাও নিজ উদ্যোগে দলটির প্রার্থীদের প্রচারণায় অংশ নেবেন না।

এদিকে, ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করে বিএনপি নির্বাচনি পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা বলছেন, এতে বোঝা যায় বিএনপির কাছে ২০ দলীয় জোটের চেয়ে ঐক্যফ্রন্টের গুরুত্ব বেশি। এ কারণেই সিটি নির্বাচন নিয়ে এই জোটভুক্ত শরিক দলগুলোর কোনও আগ্রহ নেই বলেও তারা জানান।

জানতে চাইলে ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলা ইসহাক বলেন, ‘২০ দলীয় জোট তো বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থন দিয়েছে। এখন তারা না ডাকলে আমরা কীভাবে প্রচারণায় যাবো? আর দেশে কি নির্বাচনি প্রচার-প্রচারণার সুযোগ আছে?’

এক প্রশ্নের জবাবে ২০ দলীয় জোটের আরেক শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘২০ দলীয় জোটের বৈঠক হলেও তো আপনারা জানতেন। তবে, আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে আমরা ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনি প্রচারণায় নামতে পারবো।’

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একদিন প্রচারণায় অংশ নিয়েছি। তবে, জোটগতভাবে এখনও প্রচারণা শুরু হয়নি।’