ভোর ৫:০৩, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







অভিনেত্রী ইসরাত নিশাত আর নেই

পানকৌড়ি নিউজ: জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

ইসরাত নিশাতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে গুলশানে বোনের বাসায় হার্ট অ্যাটাকে বাথরুমে পড়ে যান ইশরাত নিশাত। দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইশরাত নিশাতের মরদেহ জাতীয় নাট্যশালার সামনে রাখা হবে। এরপর জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। যুক্ত ছিলেন ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে। সবশেষ নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।