সকাল ৬:৩২, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মোবাইল কিনে না দেয়ায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

পানকৌড়ি নিউজ: রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেষা গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। বাবা- মায়ের একমাত্র সন্তান আপন মিয়া (১০) নিজ ঘরের আড়ের সঙ্গে রশিতে ঝুলে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে তার পরিবার ও স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।

আপন মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নেরগোরকমন্ডল গ্রামের আইনুল ইসলামের ছেলে। সে একই উপজেলার গোরক মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ও গোরকমন্ডল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহত আপনের পরিবারের বরাত দিয়ে জানান, এক সপ্তাহ আগে মোবাইল কেনার বায়না করে আপন। কিন্তু সে শিশু হওয়ায় এবং তার অটোচালক বাবার মোবাইল কিনে দেয়ার সামথ্য না থাকায় তার বাবা কয়েকদিন পরে মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু মোবাইল কিনে দিতে বিলম্ব হতে থাকায় অভিমান করে রবিবার সন্ধ্যায় সে নিজ ঘরের আড়ে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আপন ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তার মা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়েছেন। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার হয়েছে বলে জানান ওসি।