বিকাল ৩:০২, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







জয় নিশ্চিত করতে দক্ষীণের পথে প্রান্তরে যুব মহিলা লীগ

লিয়ন মীর: আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ঢাকা দক্ষীণের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিজয়ের লক্ষে নৌকার পক্ষে জোরালো প্রচারনা চালাচ্ছে দলটির নারী অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ।

প্রতিদিন দক্ষীণের কোনো না কোনো ওয়ার্ডের একাধিক এলাকায় অসংখ্য নেতা-কর্মীদের নিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিলের নেতৃত্বে ভোটারদের মাঝে লিফলেট  বিতরনসহ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সব শ্রেনী-পেশার মানুষের কাছে ভোট চাচ্ছে সংগঠনটি।

নির্বাচন কমিশনের বিধিমালায় সংসদ সদস্যদের প্রচারে নামার সিমাবদ্ধতা থাকায় আওয়ামী লীগের হেবি ওয়েট নেতারা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামতে পারছে না। সেকারণেই এবার যুব মহিলা লীগ আটঘাট বেঁধে মাঠে নেমেছে বলে সংগঠনটির নেতা-কর্মীরা জানান। তারা বলেন, জয় নিশ্চিত করেই আমরা বাড়ি ফিরবো। চারিদিকে নৌকার বিজয়ের ঢেউ উঠেছে। নৌকার জয় দেখা যাচ্ছে।

প্রচারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, মুক্তিযুদ্ধে পক্ষের শক্তি এক হয়ে কাজ করলে স্বাধীনতা বিরোধীদের ভরাডুবি হবে। তাই সবাইকে এক ছাদের নিচে এনে নৌকার জয় নিশ্চিত করার কাজ করছি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে জাতীয় নির্বাচনে যেমন তাদের  পরাজয় হয়েছিলো ঢাকা সিটি নির্বাচনেও তাদের তেমন পরাজয় দেখা যাচ্ছে।