বিকাল ৩:৩১, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







সতীনকে তালাক দেয়ায় স্বামীকে দুধ দিয়ে গোসল করালো স্ত্রী

পানকৌড়ি নিউজ: রোববার রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা যায়, ৭নং ওয়ার্ডের মৃত কাজিমুদ্দিনের ছেলে মো. আজিজুল হক (৩৭), ২০০১ সালে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছলিংমোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজনাহারকে বিয়ে করে। বিয়ের পর সুখেই কাটে তাদের সংসার। ঘর আলো করে দু’জন সন্তানও হয় তাদের।

কিন্তু ২০১৩ সালে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি থেকে মনমালিন্যের সৃষ্টি হয়। পরে দুষ্টলোকের প্ররোচনায় শিউলি আক্তার নামের একজনকে দ্বিতীয় স্ত্রী করে। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সংসারে দ্বিমুখী আগুণ লেগে যায়। পরে আজিজুল নিজের আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়।

৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন জানান, আজিজুল হকের এই সিদ্ধান্তে এলাকার লোকজন খুশি হয়ে নিজেদের খরচে আশপাশের কয়েক এলাকার মানুষজনকে খিচুরী খাওয়ায় আয়োজন করে। আর প্রথম স্ত্রী, স্বামীকে তীব্র শীতের রজনীতে দুধ দিয়ে গোসল করিয়ে নতুনরুপে বরণ করে নেয়।

এবিষয়ে আজিজুল বলেন, আমি দু’বিয়ে করেছিলাম। তবে এখন দ্বিতীয় বউকে আইনিভাবে ছেড়ে দিয়ে জীবনের জন্য ভালো হয়ে গেলাম। আল্লাহ আমাকে মাফ করুক।