রাত ১:৫৮, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ভার্জিনিয়ায় সড়কে হাজারো অস্ত্র সমর্থকের মিছিল, সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

পানকৌড়ি নিউজ: ব্যাতিক্রমধর্মী এই মিছিলে যোগ দিতে ভার্জিনিয়ার রিচমন্ড শহরে উপস্থিত হয়েছেন কয়েকহাজার মানুষ। তারা সকলেই ব্যক্তিগত পর্যায়ে অবাধে বন্দুক রাখার সমর্থক। সিএনএন।
৩] মিছিলকে সামনে রেখে পুরো রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্য গভর্নর র‌্যালফ নর্থাম। ক্যাপিটল এলাকায় যে কোনও অস্ত্র বহন নিষিদ্ধ করেছেন তিনি।

৪] প্রতিবছরই ভর্জিনিয়ায় অনুষ্ঠিত হয় লবি ডে মিছিল। কিন্তু এ বছরেই শুরুতেই বেশ কিছু অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস করেছে রাজ্যটির ডেমোক্রেট সরকার। এই রাজ্যটিতে ঐতিহাসিকভাবেই স্বাধীনভাবে অস্ত্র বহন অধিকার হিসেবে গণ্য হয়।

৫] অস্ত্র অধিকারের পক্ষে লড়াই করা ভার্জিনিয়া সিটিজেন ডিফেন্স লীগ আশা করছে এই মিছিলে অংশ নেবেন ৫০ হাজারের বেশি মানুষ। অন্য রাজ্য থেকেও অনেকে আসবেন বলে মনে করছেন তারা।

৭] শুধু মিছিল নয় এই অনুষ্ঠানকে ঘিরে বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে মিলিশিয়া সংগঠনগুলো।