সকাল ৬:৪৬, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







একনেকে ৮ প্রকল্প অনুমোদন

পানকৌড়ি নিউজ: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে৷ এতে ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ৯৪৫ কোটি ৮৪ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্প, বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ (৩য় সংশোধিত) প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ‘এসআরডিআই-এর ভবন নির্মাণ ও সক্ষমতা বৃদ্ধি (সিসিবিএস)’ প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনসহ নতুন ও সংশোধিত আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের সব ব‌্যয় সরকার থেকে দেওয়া হবে।