সকাল ৬:৩২, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







তাবিথের লোকেরাই সংঘর্ষ বাধিয়েছে: আতিকুল

পানকৌড়ি নিউজ: আসন্ন ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘হামলার বিষয়ে এখনো শুনিনি। তাঁরা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন। আমরা সব সময় উন্নয়নের কথা বলে আসছি, এখনো বলব, আমরা চাই উন্নয়ন।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে আতিকুল ইসলাম এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। কোন দিক দিয়ে রাস্তা হবে, কোথায় ড্রেন, ফুটপাত হবে নগর পরিকল্পনাবিদদের নিয়ে সব পরিকল্পনা করা হয়েছে। গুলশান, বনানী, বারিধারায় যেসব রাস্তা আপনারা দেখেছেন, ইনশাআল্লাহ তার চেয়েও আরো সুন্দর রাস্তা করা হবে নতুন ওয়ার্ডগুলোতে।

মঙ্গলবার (২১জানুয়ারি) নতুন বাজার ১০০ ফিট রাস্তা থেকে গণসংযোগ শুরু করে বেরাইদ মুসলিম হাইস্কুল এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। বেরাইদ এলাকার উন্নয়ন নিয়ে আতিকুল বলেন, এখানকার খালগুলো উদ্ধার করে হাতিরঝিলের চেয়েও সুন্দর খাল করা হবে। এখানকার এলাকাবাসীকে হাতিরঝিলে যেতে হবে না।

তিনি জানান, নতুন এলাকাগুলো নিয়ে ৪ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প একনেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া বেরাইদ এলাকায় কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রস্তাবিত স্টেডিয়াম করা হবে এবং এ বিষয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করা হবে বলে জানান আতিকুল ইসলাম।