দুপুর ১২:৫১, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







শহীদ জয়দ্বীপ দত্তের প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

পানকৌড়ি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালেয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শহীদ জয়দ্বীপ দত্ত চৌধুরী বাপ্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রাঙ্গণে শহীদ জয়দীপ দত্ত চৌধুরী বাপ্পী স্মৃতি চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ১৯৯৫ সালের এই দিনে তৎকালীন শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ঘাতক বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন জয়দ্বীপ দত্ত চৌধুরী বাপ্পী। এরপর থেকেই এই দিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আসছে বাংলাদেশ ছাত্রলীগ।