রাত ৪:০৬, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আতিকুল ইসলাম সম্পর্কে যা জানেন না, নির্বাচনী বিজ্ঞাপন নয়, শুধু সত্যের সন্ধান

পানকৌড়ি নিউজ: প্রকৌশলী তীর্থক আহসান রুবেল ডুয়েটে পড়াশোনাকালে জড়িত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে। ছাত্রাবস্থার শেষ দিকে দেশে শুরু হয় যু’দ্ধাপরাধীদের বিচার। সে সময় বিচার বাধাগ্রস্ত করতে তার আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির অবস্থান দেখে আজীবনের জন্য ত্যাগ করেন সেই রাজনীতি। তার কাছে মুক্তিযু’দ্ধের আদর্শের পক্ষে থাকাটা হয়ে দাঁড়ায় জীবনের রাজনীতির প্রথম শর্ত।

এ নিয়েই বাকি জীবনটা কাটাতে চান তিনি। জড়িত ছিলেন শাহবাগ আন্দোলনে। বর্তমানে সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত নন। কাজ করেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান প্রযোজক হিসেবে। এছাড়াও ফ্রি-ল্যান্স চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করছেন। ব্যক্তিগতভাবে মুক্তিযু’দ্ধের বিভিন্ন দুর্লভ তথ্য-উপাত্তের আর্কাইভিং করেন।

শুধুমাত্র মনের তাড়না থেকে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও সাদা মনের মানুষ হিসেবে স্বীকৃত আতিকুল ইসলামকে সম্পর্কে তুলে এনেছেন কিছু পুরনো কথা। যা অনেকের কাছে হয়ত নতুন। তিনি এই আর্টিকেলকে নির্বাচনী বিজ্ঞাপন হিসেবে না দেখার অনুরোধ জানিয়েছেন। – বিভাগীয় সম্পাদক।

(১)

নিজের কারখানায় শ্রমিকদের সাথে মাটিতে বসে তাদের সাথে তাদের খাবার ভাগ করে খান তিনি। সে হিসেবে ধরে নিতে পারেন, শ্রমিকের খাবারও ‘কেড়ে’ খান এই ‘ভয়াবহ’ মানুষটি! আবার ভাবতে পারেন, শ্রেণী বৈ’ষম্যহীন একজন মানুষ।

বিএনসিসি, স্কাউটস এবং লিওক্লাব করার কারণে অনেক রকম ট্রেইনিং করতে হয়েছে ছাত্রজীবন ও পরবর্তীতে। সাথে ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেইনিংও।

ফলে রানা প্লাজা ধ্ব’সের পর বিজিএমইএ’র সভাপতি হিসেবে শুধুমাত্র স্যুট-টাই পরে নজরদারি করতে পারেননি, বরং নিজেই নেমে গিয়েছিলেন সুড়ঙ্গ বেয়ে। বেশ অনেক সময় পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে খুঁজে পান অনেক ভেতরে একটা দেয়াল সরানোর চেষ্টারত অবস্থায়। এক প্রকার জোর করেই তাকে বের করে আনতে হয়।

সারা পৃথিবীতে বাংলাদেশ গার্মেন্টসবিরো’ধী ক্যাম্পেইন শুরু হয়। যার পেছনে কাজ করে দেশীয় ও আন্তর্জাতিক চক্র। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ ছুটে বেড়ান সারা পৃথিবীর নানা প্রান্তে ক্লায়েন্টেদের বোঝাতে।

যেখানেই যান সেখানেই দেখেন স্টোরগুলোতে লেখা “No Bangladeshi Product”। সবচেয়ে বড় প্রতিরো’ধের মুখে পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশাল প্রতিবাদ সমাবেশে বিত’র্কে/ জবাবদিহিতায় অংশ নিতে গিয়ে লিখিত বক্তব্য প্রস্তুত করেন। কিন্তু হাজার হাজার মানুষের প্র’তিবাদের মুখে বুঝতে পারেন, ফরমাল লিখিত বক্তব্যে চলবে না। তাই মন থেকে কথা বলা শুরু করেন। ছোট্ট দুটো কথা বলেন তিনি।

(২)

ছোট্ট দুটো কথা বলেন তিনি-

১. মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিক সুরক্ষা আইন করেছে দুর্ঘটনার ২১ বছর পর। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন রানা প্লাজা দুর্ঘটনার মাত্র ৯২ দিনের মধ্যে। আমরা কি জাতি হিসেবে আপনাদের চেয়ে বেশী আন্তরিক এবং মানবিক নই?

২. একজনের একটা অপরাধের শা’স্তি বাংলাদেশ সরকার আইনগতভাবে দিচ্ছে। কিন্তু আপনারা সেই অপরাধের শা’স্তি আমার দেশের লক্ষ লক্ষ শ্রমিককে কেন দেবেন? আজ যদি আমাদের প্রতিষ্ঠান না চলে, আপনারা যদি পণ্য না নেন, তাহলে এই শ্রমিকদের ভবিষ্যত কী হবে? তাদের পরিবার, সন্তানেরা খাদ্য-শিক্ষা-চিকিৎসার খরচ চালাবে কীভাবে?

এই দুটো কথাতেই মার্কিন সিনেট তাদের জনগণের সামনে প্রশ্নের মুখে পড়ে এবং তারা বাংলাদেশকে সমর্থন দেন। সবশেষে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম কথা দেন, বাংলাদেশের প্রতিটি গার্মেন্টস হবে শ্রমিকবান্ধব এবং নিরাপদ।

আগে বাংলাদেশের পোশাকে লেখা থাকতো “Made in Bangladesh”। সেখানে আজ লেখা থাকে “Made in Bangladesh with PRIDE”। বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং নিরাপদ গার্মেন্টস কারখানার তালিকার বেশিরভাগই বাংলাদেশের।

বাংলাদেশের গার্মেণ্টস মালিকদের বাধ্য করা হয়েছে শ্রমিকবান্ধব কমপ্লায়েন্ট গার্মেন্টস গড়তে। এখনো হয়ত টুকটাক সমস্যা কিছু আছে বা থাকবে। কিন্তু অ’নিরাপদ গার্মেন্টস বাংলাদেশে নেই। সেই ঘটনার পর প্রতিটি গার্মেন্টস মালিককে বাধ্য করা হয়েছে পরিবেশ উন্নয়নে।

(৩)

২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃ’ত্যুর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী (প্রায় দেড় বছর বা বেশী সময়। কারণ আনিসুল হক চিকিৎসাধীন ছিলেন) নতুন মেয়র নির্বাচিত হন মোঃ আতিকুল ইসলাম। ৭ মার্চ, ২০১৯ তারিখে শপথ গ্রহণ করেন। সেদিন ছিল বৃহস্পতিবার। ১০ তারিখ অফিস শুরু।

১৯ তারিখ বসুন্ধরায় শিক্ষার্থী আবরার মা’রা যায় সড়ক দুর্ঘটনায়। সেই বি’পর্যয় সামাল দিতে দিতেই ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। ২৯ মার্চ গুলশান ডিএনসিসি মার্কেটে আগুন। এতগুলো দুর্যোগ এত দ্রুত সামনে আসার পরও মনোবল না হারিয়ে গোছাতে গোছাতে মহা বি’পর্যয় হিসেবে সামনে আসে ডেঙ্গু।

এত দ্রুত একটার একটার বিপদ আসতে থাকে যে, নিজেকে সামলানো কঠিন। কিন্তু সেই যে ছাত্রজীবন থেকে স্ট্রাগল এবং ট্রেইনিং ছিল।

মশা মা’রার ওষুধ নিয়ে পরীক্ষা চালালেন। দেখলেন ওষুধে ভেজাল। তারচেয়েও ভ’য়ঙ্কর বিষয় হচ্ছে, ওষুধ সরবরাহকারী ২টি প্রতিষ্ঠান সিন্ডিকেটের কাছে জি’ম্মি সিটি কর্পোরেশন। সাথে সাথে সিন্ডিকেট ভেঙে দিলেন, একটি প্রতিষ্ঠানকে ব্যান করলেন এবং ওপেন টেন্ডার আহবান করলেন।

তখনো কাজ শেষ হয়নি। এক প্রভাবশালী ব্যাক্তি (বিএনপির সিনিয়র নেতা) তার বাড়িতে ঢুকতে না দিলেও এক প্রকার জোর করে সেখানে ঢুকে দেখেন আতিকুল। বাড়ির পেছনে গরুর বিশাল খামার এবং সেখানে নানা জায়গায় পানি জমে আছে। সেটা নিজেই দলসহ পরিস্কার করতে গিয়ে পিছলে পড়ে যান এবং পা মচকে যায়।

ডাক্তার কমপ্লিট রেস্ট দিলেও, এত মৃ’ত্যু মেনে নিতে না পেরে হুইল চেয়ারেই কার্যক্রম চালিয়ে যান। ডেঙ্গুর সিজন শেষ, এবার আসলো কিউলেক্স মশা। কিউলেক্স মশার আস্তানা মূলত কচুরিপানা।

ঢাকা উত্তরের খাল পরিস্কার করতে গিয়ে পড়লেন আরেক বিপদে। খাল পরিস্কারের অধিকার সিটি কর্পোরেশনের নেই। খাল ওয়াসার আওতাধীন। ফলে খাল পরিস্কার করতে যে খরচ তা অডিট মানবে না। এটা দুর্নীতিতে পড়বে।

সমন্বয়ে মনোযোগ দিলেন। ইতিমধ্যে জলাব’দ্ধতা নি’রসনে হাত দিলেন খাল উদ্ধারে। সেখানেও ভয়াবহ চিত্র। ৬০ ফুটের খাল ২০ ফুট হয়ে উত্তরায় গিয়ে তা ২ ফুট হয়ে গেছে। সেই খাল প্রথমে পরিস্কার করতে গিয়ে ৮০টি জাজিম, টেলিভিশন, ফ্রিজ, চেয়ারসহ মোট ৮০ ট্রাক ডাবের খোসা পাওয়া গেল। অডিট আ’পত্তি সত্ত্বেও নিজ দায়িত্বে এই কাজটা করেন।

অতঃপর ওয়াসা, রাজউক এবং সিটি কর্পোরেশনকে সমন্বয় করে উদ্যোগ নিলেন সকল অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ করে সব ক’টা খাল উদ্ধারে। উদ্যোগ নিলেন স্মার্ট সিটি গড়ার। দালাল আর ঘুষ-হয়রা’নি থেকে নাগরিকদের রক্ষায় অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান এবং ট্রেড লাইসেন্স আপডেট করার প্রকল্প চালু করার প্রক্রিয়া শুরু করেছেন।

ইতিমধ্যে সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ চক্রের অন্যতম প্রধান দুই হোতাকে সাময়িক বরখা’স্ত করে দুদকে তাদের নামে অভিযোগ দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যার মামলার কার্যক্রম চলছে।

একটি অ্যাপ এর কার্যক্রম প্রায় শেষের দিকে। যেখানে আপনি চলার পথে বাতি নেই, স্যুয়ারেজের ঢাকনা নেই থেকে শুরু করে যে কোন সমস্যা ছবি তুলে অ্যাপে জানাবেন। ৪৮ ঘন্টার মধ্যে তার সমাধান না হলে, স্বয়ংক্রিয়ভাবে মেয়রের ইনবক্সে জমা হয়ে যাবে। ফলে মেয়র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জবাবদিহিতায় আনতে পারবেন।

এর বাইরে ১০ কিলোমিটার ডেডিকেটেড বাইসাইকেল লেইনের কাজ চলমান। ইতিমধ্যে কিছু অংশ চালুও হয়েছে আগারগাঁওয়ে।

বি. দ্র. ৫ম পর্বে বলা অনেক কথার তথ্য-প্রমাণের সংক্ষিপ্ত রূপ এই ভিডিওতে পাবেন। গত রাতে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর পেজে এই ভিডিওটি পেয়েছি।