দুপুর ২:১৯, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বীমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানো একান্ত অপরিহার্য: প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: উৎপাদন ও অর্থনীতিকে আরও বেগবান করতে বীমা কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানো একান্ত অপরিহার্য বলেও উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ১৫তম আন্তর্জাতিক ক্ষুদ্রবীমা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও বীমা বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ে দেশে বীমা ব্যবস্থা এখনও তেমন নেই। আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর যারা বীমার সঙ্গে সম্পৃক্ত তারা একটি যথাযথ ভূমিকা পালন করবেন। ঝুকিপূর্ণ মানুষগুলো যেন বাঁচতে পারে।

প্রধানমন্ত্রী বীমা কোম্পানির মালিকদের উদ্দেশ করে বলেন, শুধু মুনাফা অর্জনের দিকে না তাকিয়ে, সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা সেদিকে একটু বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই।

হাওড় অঞ্চলের কৃষকদের বিষয়টি বিবেচনায় নিয়ে আর্থিক ক্ষতি নিরসনের লক্ষ্যে কৃষি বীমা চালু করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে আমরা অন্যান্য ক্ষেত্রে এটা করব।