সকাল ৭:০৩, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বাংলাদেশে কয়েক লাখ বিদেশি কর্মী শিল্প খাতে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কয়েক লাখ বিদেশি কর্মী শিল্প খাতে কাজ করছে। বিদেশি কর্মীরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে এবং থাকা ও কাজের বিষয়ে তাদের কোনও অভিযোগ নেই। প্রতিটি দেশি ও বিদেশি নাগরিককে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইকুয়েডরের কিটোতে অনুষ্ঠিত গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বিষয়ে নীতি পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন।

মোমেন বলেন, মধ্যপ্রাচ্যে যে শহরগুলো তৈরি হয় অথবা যুক্তরাষ্ট্রে কারখানায় যে কর্মীরা কাজ করে বা সেবা দেয় তার একটি বড় অংশ অভিবাসী কর্মী। অভিবাসন প্রক্রিয়ায় যে দেশে বিদেশিরা যায় এবং যে দেশ থেকে যায় উভয়পক্ষই উপকৃত হয়।

বৈঠকে তিনি আরও জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী নিরাপদ, নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত অভিবাসন সরকারের একটি রাজনৈতিক অগ্রাধিকার।

অভিবাসনকে শুধুমাত্র একটি আন্তর্জাতিক ইস্যু হিসাবে বিবেচনা করে না বাংলাদেশ বরং এটিকে উন্নয়নের অন্যতম পথ হিসাবে বিবেচনা করে।