তাইওয়ানের ওপর চড়াও হতে চীন তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। বুধবার দ্বীপরাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এমন দাবি করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দ্বীপটির কাছেই সম্প্রতি সামরিক মহড়া বাড়িয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের একটি শহর বলে বিবেচনা করে আসছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।
তাইওয়ানের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে ভূখণ্ডটির কাছে চীন তার সামরিক তৎপরতার হুমকি বাড়িয়েছে।
গণতান্ত্রিক দ্বীপ রাষ্ট্রটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে বলপ্রয়োগের কথা অস্বীকার করছে না বেইজিং।
জোসেফ উ বলেন, তাদের দীর্ঘমেয়াদি প্রবণতা খেয়াল করলে দেখবেন, চীন ধীরে ধীরে তাদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। বিশেষ করে তাইওয়ানের কাছের আকাশ ও জলপথে চীনা সামরিক প্রস্তুতি বাড়ছে।
তিনি বলেন, চীন এখন যা করছে, তা হচ্ছে– তাইওয়ান ইস্যুর সমাধান করতে দেশটি ক্রমাগত প্রস্তুতি নিচ্ছে। হুমকি বেড়েই চলছে।
বেইজিং নিয়মিত বলে আসছে যে, তাদের এই মহড়া অস্বাভাবিক কিছু নয়। দেশের সার্বভৌমত্বের সুরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি থেকেই এ মহড়া।