রাত ১১:৪৩, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







যেভাবে ই-পাসপোর্টের জন্য আবেদন করবেন

পানকৌড়ি নিউজ: অবশেষে ই-পাসপোর্টের যুগে প্রবেশ করছে বাংলাদেশ কিন্তু কিভাবে আবেদন করবেন এটা জানা খুবই জরুরী। ই-পাসপোর্টের জন্য দুইভাবে ফরম পূরণ করা যাবে। অনলাইনে ও পিডিএফ ফাইল প্রিন্ট করে হাতে লিখে।

ব্যাংকের অনলাইন মাধ্যমে টাকা জমা দেয়া যাবে, কেউ চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও টাকা জমা দিতে পারবে। এসময় ব্যাংক থেকে সরবরাহ করা হবে রেফারেল নম্বর কোড। অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় ব্যাংকের রেফারেল নম্বরটি ব্যবহার করতে হবে। এরপর সাবমিট করতে হবে নতুন পাসপোর্টের জন্য। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করার পর প্রিন্ট কপি নিতে হবে। সেই কপি সশরীরে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমে ছবি ও সত্যায়ন করা না লাগলেও পুলিশ ভেরিফিকেশন লাগবে।

অনলাইনে পূরণ না করে পিডিএফ ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়িন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ ও বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদনপত্র জমা দেয়ার সময় ই-পাসপোর্টের জন্য ডেমোগ্রাফিক তথ্য, ১০ আঙ্গুলের ছাপ, চোখের কর্নিয়ার ছবি ও ডিজিটাল সই সংগ্রহ করবে পাসপোর্ট অফিস। এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় ডাটা সেন্টার ও ডিজ্যাস্টার রিকভারি সেন্টারের সার্ভারে সংরক্ষণ করা হবে। পাশাপাশি পাসপোর্টের আবেদনকারীদের পাসপোর্ট দেয়ার জন্য পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট প্রিন্টিংয়ের পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও দূতাবাসগুলোয় পাসপোর্ট বিতরণ করা হবে। সব তথ্য চিপে যুক্ত থাকবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।