রাত ১১:৫৯, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







চীন ও রাশিয়া মিয়ানমারকে যেভাবে সমর্থন দিচ্ছে তা লজ্জাজনক, বললেন ইয়াংহি লি

পানকৌড়ি নিউজ: জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, নিরাপত্তা পরিষদে চীন এবং রাশিয়া মিয়ানমারকে যেভাবে সমর্থন জানাচ্ছে তা লজ্জাজনক। আমি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের প্রতিবেদন বাস্তবায়নে শক্তভাবে সুপারিশ করবো।

পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে তিনি বলেন, আগামী মার্চে জেনেভাতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আমি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবো। সেখানে সব সত্য তথ্য-উপাত্ত উপস্থাপন করব, আমি কোনো পক্ষপাতিত্ব করব না।

বিশেষ করে চীনের ক্ষেত্রে আমার আশা থাকবে যে চীন বিশ্বের টপ লিডার হওয়ার দিকে আগুয়ান হচ্ছে, কিন্তু মানবাধিকারের প্রতি সম্মান জানাতে না পারলে বিশ্বনেতা হওয়া সম্ভব না। তাই আমার আশা থাকবে যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্ব যে লড়াই চালাচ্ছে যেখানে চীনও ইতিবাচক হিসেবে যোগ দিবে। রাশিয়া এবং চীনের আচরণ লজ্জাজনক। নিরাপত্তা পরিষদে তাদের প্রতি যে দায়িত্ব ছিল, তা পালনে তারা ব্যর্থ হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নির্যাতনের দায়বদ্ধতা নিশ্চিত করতে নতুন একটি অ্যাডহক আন্তর্জাতিক আদালত স্থাপনের কথা জানিয়ে ইয়াংহি লি বলেন, মিয়ানমারে এখনও বিচার পাওয়া েেকানো পরিবেশ নাই। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে উদ্যোগ নিতে চাপ দিব।