রাত ১:৩৫, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।  গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাস হেলপার আবু সাঈদ (৩০) ও যাত্রী কমলা বেগম (৩৫)। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুক মিয়া জানান, শুক্রবার সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বাহুবলের কামাইছাড়া এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও ১৫ জন আহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।