দুপুর ২:৪৪, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







সাকিবকে টপকিয়ে গেল তামিম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এতদিন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। এখন সেই রেকর্ডের মালিক টাইগার ওপেনার তামিম। ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের সংগ্রহ ১৫৬৭ রান। তবে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে ব্যক্তিগত ১৪ রানে ব্যাট করার সময় সাকিবকে ছাড়িয়ে যান তামিম। এ জন্য সাকিবের চেয়ে ৪ ম্যাচ কম খেলেছেন তিনি।