ভোর ৫:০২, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আগামীকাল রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন

পানকৌড়ি নিউজ: আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

গতকাল শুক্রবার ফরিদপুরের ভাঙ্গায় নবনির্মিত রেল স্টেশন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

স্টেশনটি উদ্বোধনের সময় রেলমন্ত্রী বলেন, “এর মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগ পথে একটি বৈপ্লবিক অধ্যায়ের সূচনা হবে।”

ভবিষ্যতে ভাঙ্গা থেকে কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে বলে জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী জানান পদ্মা সেতুর জন্য ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।