সকাল ৬:৪৪, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







ফিলিস্তিন চ্যাম্পিয়ন

পানকৌড়ি নিউজ: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধরে রাখল ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ৩-১ গোলে বুরুন্ডিকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করল মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে ২০১৮ আসরেও টুর্নামেন্টের শিরোপা জয় করে নিয়েছিল তারা।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলার তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় ফিলিস্তিন। বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ দার্বিসের ক্রসের বল ডি বক্সের ভেতরেই নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড খালেদ সালেম। ১০ম মিনিটে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। মাহমুদ আবুওয়ার্দার নেওয়া কর্নার থেকে ক্রসের বল দারুণ দক্ষতায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা।

ম্যাচের ২১ মিনিটে গোল পরিশোধের দারুণ একটি সুযোগ সৃষ্টি করেছিল প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে আসা বুরুন্ডি। কিন্তু ডিকুমানা আসমানের জোরালো শটের বলটি ঠেকিয়ে দেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী ফিলিস্তিন গোলরক্ষক তৌফিক আবুহামাদ।

ম্যাচের ২৬ মিনিটে গোল করে ফিলিস্তিনকে ৩-০ গোলের নিরাপদ ব্যবধানে পৌঁছে দেন দলীয় স্ট্রাইকার লেইথ খারুব। বিপজ্জনক এলাকা থেকে খালেদ সালেমের জোরালো শটের বল বারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি। ৩৮তম মিনিটে আবারও গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে বুরুন্ডি। এবারও ডি বক্সের ভেতর থেকে হিটিমানা হামজার ডান পায়ের জোরালো শটে বল ফিরিয়ে দেন ফিলিস্তিন গোলরক্ষক।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বুরুন্ডি। ৫৩ মিনিটের সময় তাদের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া ফিলিস্তিন তারকা তৌফিক। বুরুন্ডির স্ট্রাইকার গাসনগো বেঞ্জামিনের কৌনিক শটের বলটি গ্রীবে নিয়ে নেন তিনি। তবে হাল ছাড়েনি বুরুন্ডি। ম্যাচের বয়স যখন ঘণ্টার কাঁটায় তখনই গোলের দেখা পায় তারা।

৬০ মিনিটের সময় আসমান ডিকুমানা প্লেসিং শটের বল ফিলিস্তিন গোলপোস্টের মুখে ঘুরপাক খেলেও সেটি প্রতিহত করতে গোলরক্ষক তৌফিক ডাইভ দিলে তার হাতে লেগে পোস্টের ভেতর ঢুকে যায় বল (৩-১)।

৭৪ মিনিটে ব্যবধান কমিয়ে আনার আরও একটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বুরুন্ডি। মাহমুদ আবুয়ার্দার কৌনিক শট অল্পের জন্য বার ঘেঁষে বাইরে চলে যায়। ফলে আর লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি বুরুন্ডির। ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।