রাত ১০:২৯, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ







সকালেই স্পিন ভেলকি, ফিরলেন বোনার-ব্রাথওয়েট

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এনক্রুমাহ বোনারকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এরপরই দলকে সাহস দেওয়া ক্রেগ ব্রাথওয়েটকে বোল্ড করে দিয়েছেন নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজ ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রানে ব্যাট করছে।

ক্রিজে আছেন কাইল মায়ার্স এবং জার্মেইন ব্লাকউড। এর আগে আউট হওয়া ক্যারিবীয় অধিনায়ক ব্রাথওয়েট করেছেন ৭৬ রান। এছাড়া বোনারের ব্যাট থেকে এসেছে ১৭। স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার তিনি।

বুধবার শুরু হওয়া ম্যাচের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি এবং সাকিব আল হাসান ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ভর করে ৪৩০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেন মিরাজ। এ ছাড়া সাকিব ৬৮ ও সাদমান ৫৯ রান করেন।

জবাব দিতে নেমে দ্বিতীয়দিন প্রথম ইনিংস থেকে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছিল সফরকারীরা। দলের হয়ে যথাক্রমে ৩ ও ২ রান করে মুস্তাফিজের বলে লেগ বিফোর হয়ে জোহান ক্যাম্পবেল ও শাইনি ময়েসলি সাজঘরে ফেরেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ছিলেন জোমেল ওয়ারিকেন। ১৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া কর্নওয়েল ১১৪ রানে ২টি উইকেট নেন।